মেসি-নেইমারকে পেছনে ফেলে ড্রিবলিংয়ের রাজা যিনি

:
: ৬ years ago

ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে বল ড্রিবলিংয়ে সবচেয়ে এগিয়ে কে জানেন? কেউ হয়তো ভাবছেন লিওনেল মেসির কথা, কেউবা নেইমারের নামটি। না, তাদের কেউ নন। এক পর্যবেক্ষণে উঠে এসেছে, চলতি মৌসুমে সাফল্যের বিচারে বিশ্বের সেরা ড্রিবলার চেলসির এডেন হ্যাজার্ড।

‘সিআইইএস’ ফুটবল অবজারভেটরি ড্রিবলিং ইনডেক্স এই ড্রিবলিংয়ের সাফল্যের হারটি হিসেব করেছে কয়েকটি বিষয় বিবেচনায় এনে। তারা জানিয়েছে, এই পর্যবেক্ষণে ড্রিবলিংয়ের সংখ্যা এবং মান একত্রে ধরে হিসেব করা হয়েছে।

পর্যবেক্ষণের প্রতিবেদনে এসেছে, ঘরোয়া লিগের প্রতি ৯০ মিনিটের হিসেবে সবচেয়ে সফল ড্রিবলার নেইমার (৭.৩)। এখানে হ্যাজার্ডের পয়েন্ট ৬.৪, মেসির পয়েন্ট ৫.৫।

তবে সবমিলিয়ে সফল ড্রিবলিংয়ের শতকরা হারে এগিয়ে হ্যাজার্ড। তিনি ড্রিবলিং করেছেন শতকরা ৭৫ ভাগ। যেখানে নেইমার এবং মেসির সাফল্যের হার সমান ৬২ ভাগ করে।