ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ন্যু ক্যাম্পে মেসির বিপক্ষে খেলতে নামতে পারেননি পিএসজি তারকা নেইমার। বিশ্ব বঞ্চিত হয়েছিল একটি দুর্দান্ত মেসি-নেইমার দ্বৈরথ দেখা থেকে। তবে সবার প্রত্যাশা ছিল ফিরতি ম্যাচে পিএসজির মাঠ পার্ক ডি ফ্রান্সেসে হয়তো মাঠে নামতে পারবেন নেইমার।
কিন্তু সে আশায়ও গুড়ে বালি। ফিরতি লেগের ম্যাচেও মেসির বার্সার বিপক্ষে পিএসজির হয়ে মাঠে নামতে পারছেন না নেইমার। আনুষ্ঠানিকভাবে পিএসজির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে এ তথ্য। অর্থ্যাৎ, চলতি মৌসুমে আর মেসির বিপক্ষে মাঠেই নামা হচ্ছে না নেইমারের।
নেইমারকে ছাড়াও মেসিদের মাঠে গিয়ে ৪-১ ব্যবধানে বিশাল জয় তুলে এনেছিল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যেতে হলে ফিরতি পর্বে পিএসজির মাঠে স্বাগতিকদের অন্তত ৪ গোলের ব্যবধানে হারাতে হবে বার্সাকে। সে ক্ষেত্রে নেইমার অবশ্যই বড় একটি বাধা ছিল বার্সার জন্য। যদিও ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিল মেসি-নেইমার দ্বৈরথ দেখার জন্য।
কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় নেইমার আগামীকাল (বুধবার) প্যারিসে বার্সার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে বসে থাকবেন দর্শক সারিতেই।
আজই পিএসজির পক্ষ থেকে নেইমারের খেলতে না পারার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও এখনও নেইমার ব্যক্তিগতভাবে অনুশীলন করে যাচ্ছেন। মূল দলের বাইরে অনুশীলন করছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে তার যে অবস্থা, তাতে বুধবারের ম্যাচে দলের সঙ্গে যুক্ত হওয়ার তার পক্ষে অসম্ভব।
শুধু নেইমার নন, বার্সার বিপক্ষে খেলতে নামতে পারবেন না হুয়ান বার্নাট ইনজুরির কারণে) এবং মইজ কিন (করোনাভাইরাসের কারণে)। এছাড়া গোলরক্ষক সার্জিও রিকো’কে ছুটি দেয়া হয়েছে পারিবারিক ঝামেলা থাকার কারণে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com