মেসির অভিযোগ অস্বীকার করে যা বললো খেলাইফি

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি দাবি করেন বিশ্বকাপের শিরোপা জয় পর তাকে স্বীকৃতি দেয়নি ফরাসি পিএসজি। তিনি বলেছিলেন, ‘আমিই একমাত্র আর্জেন্টাইন খেলোয়াড় ছিলাম, যে কিনা নিজ ক্লাবে বিশ্বকাপ জেতার জন্য সংবর্ধনা পাইনি।’

পিএসজি’র বিরুদ্ধে লিওনেল মেসির এমন অভিযোগ অস্বীকার করেছে ফরাসি ক্লাবটি। এক বিবৃতিতে মেসির অভিযোগ অস্বীকার করেন পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি।

 

মেসির অভিযোগ নিয়ে পিএসজি সভাপতি বলেন, ‘সবাই দেখেছে মেসিকে নিয়ে আমাদের উদযাপন। আমরা এর একটি ভিডিও প্রকাশ করেছি। আমরা ব্যক্তিগতভাবে তাকে নিয়ে উদযাপন করেছি। তবে আমাদের ক্লাবটি ফ্রান্সের। স্টেডিয়ামে উদযাপন অবশ্যই আমাদের জন্য সংবেদনশীল ছিল। তিনি যে দেশটিকে হারিয়েছেন সেই দেশটিকেও আমাদের সম্মান জানাতে হবে। কারণ তার সতীর্থরা ছিল ফরাসি দলের। সেই সঙ্গে আমাদের সমর্থকরাও।’