‘মেসিকে পিছনে ফেলতে এখনো অনেক দেরি নেইমারের’

লেখক:
প্রকাশ: ৭ years ago

চার মৌসুম খেলার পর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর পিএসজিতে বেশ উদ্যমেই খেলছেন এ ব্রাজিলিয়ান তারকা।

সেখানে ফুটবলটা দারুণ উপভোগও করছেন তিনি।

কিন্তু তারপরও তাকে নিয়ে জাতীয় দলের সতীর্থ পওলিনহো মনে করেন, মেসিকে পিছনে ফেলতে এখনো অনেক দেরি নেইমারের। নেইমারের জাতীয় সতীর্থ পওলিনহো এবারই যোগ দিয়েছেন কাতালান ক্লাব বার্সেলোনায়। তবে এদিকে বার্সার হয়ে ১৩ ম্যাচে ১৫ গোল করেছেন মেসি। অন্যদিকে পিএসজিতে ১০ ম্যাচে ৯ গোল করেছেন নেইমার।

তারপরও পওলিনহো বলেছেন, তারা দুজনেই দুর্দান্ত ফুটবলার। তবে এই মুহূর্তে সেরাদের তালিকায় শীর্ষে রয়েছে মেসি। তবে এই জায়গাটিতে পৌঁছাতে তিন-চার বছর লাগবে নেইমারের।