মেলার স্টল খুঁজে দেবে অ্যাপ

:
: ৭ years ago

বাণিজ্য মেলায় মানুষের উপচে পড়া ভিড়ে পছন্দের স্টল খুঁজতে খুঁজতে হয়রানি হওয়ার দিন শেষ। এখন হাতের মুঠোয় প্রযুক্তি, প্রযুক্তির হাওয়ায় বদলেছে অনেক কিছু। বদলে গেছে মেলায় স্টল খোঁজার ধরনও। এবার বাণিজ্য মেলায় মোবাইল অ্যাপের মাধ্যমে দর্শনার্থীরা খুঁজে নিতে পারবেন তাদের পছন্দের স্টল।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার ক্রেতা ও দর্শনার্থীদের সুবিধার্থে মোবাইল অ্যাপ চালু হয়েছে। গতকাল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন। এ অ্যাপের মাধ্যমে দর্শনার্থীরা সহজেই মেলায় পছন্দের প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁসহ অন্য আয়োজনের স্থান খুঁজে নিতে পারবেন।

মেলার সদস্য সচিব ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক (ফ্যাইনান্স) মোহাম্মদ আবদুর রউফ বলেন, বাণিজ্য মেলাকে ডিজিটালাইজড করতে আমরা প্রথমবারের মতো অ্যাপ চালু করছি। ডিজিটাল ডিআইটিএফ-২০১৮ (digital ditf-2018) নামের অ্যাপটির মাধ্যমে ক্রেতা ও দর্শনার্থীরা তাদের পছন্দের স্টল খুব সহজেই খুঁজে নিতে পারবেন।

রফতানি উন্নয়ন ব্যুরোর অপর কর্মকর্তা বলেন, অ্যাপটি এবার প্রথম চালু হচ্ছে। তাই মেলায় অংশ নেয়া স্টল ও মানচিত্র দেয়া হয়েছে। ক্রেতা ও দর্শনার্থীরা স্টল বা প্যাভিলিয়নের নাম লিখে সার্চ করলেই প্রতিষ্ঠানটি কোন জায়গায় আছে তা জানতে পারবেন। ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ অর্থাৎ এ (A) লিখে জানতে পারবেন এ দিয়ে যেসব প্রতিষ্ঠানের নাম রয়েছে। এভাবে সিরিয়ালি বাকি বর্ণগুলো দিয়ে অন্য প্রতিষ্ঠানের তথ্য পাবেন। এছাড়া পুরো মেলার মানচিত্র এ অ্যাপে রয়েছে। সবচেয়ে বড় কথা, মেলাতে যে যেখানেই অবস্থান করুন না কেন সবাই থাকবে এক মানচিত্রের মধ্যে।

স্টল ছাড়াও অ্যাপটিতে নির্দিষ্টভাবে গুগল মানচিত্রের সাহায্যে খাবারের দোকান, ওয়াশরুম, টিকিট কাউন্টার, পুলিশ ডেস্ক ও হেল্প বুথের খোঁজও পাওয়া যাবে। গুগল প্লে স্টোরে এ নামে (digital ditf-2018) পাওয়া যাবে মোবাইল অ্যাপটি।