মেয়র আরিফের সহযোগিতা চাইলেন আনোয়ারুজ্জামান

লেখক:
প্রকাশ: ২ years ago

ক্লিন ও স্মার্ট নগর হিসেবে সিলেটকে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আর এ কাজে সিলেট সিটি করপোরেশনের বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীর সহযোগিতা চেয়েছেন তিনি।

বুধবার (২১ জুন) সিলেট সিটি করপোরেশন নির্বাচনের বেসরকারি ফল প্রকাশের পর নগরীর মির্জা জাঙ্গালের হোটেল নিরভানা ইনের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী আনোয়ারুজ্জামান চৌধুরী ৬৯ হাজার ১২৯ ভোট বেশি পেয়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৯ হাজার ৯৯১। আওয়ামী লীগের এই প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল। তিনি লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৫০ হাজার ৮৬২টি।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘সিলেটবাসী আমার ওপর যে বিশ্বাস রেখে বিপুল ভোটে জয়যুক্ত করলেন, আমি তার সঠিক প্রতিদান দেবো। সিলেটবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। এ ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।’

তিনি আরো বলেন, ‘সিলেটকে সুন্দর ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো। সবার প্রথমে সিলেট শহরকে ক্লিন সিটি বানাতে চাই। শহরকে ক্লিন করতে কাজ করতে চাই। আর এ বিষয়ে আমি আরিফুল হক চৌধুরীর সহযোগিতা চাই।’

যুক্তরাজ্যে দীর্ঘদিন প্রবাস জীবন কাটানো এই আওয়ামী লীগ নেতা সিলেটের রাজনীতিতে অনেকটাই নতুন। কিন্তু সিলেটের আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে জয়ী করতে কাজ করায় তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান । তার এই বিজয়ের মধ্যদিয়ে ১০ বছর পর সিলেট সিটিতে মেয়র পেল আওয়ামী লীগ।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি আজকের জয়কে মহানগর আওয়ামী লীগকে উৎসর্গ করতে চাই। তাদের জন্যই আমি বিজয়ী হয়েছি। আমার বিজয়ের সম্পূর্ণ কৃতিত্ব আওয়ামী লীগের।’

 

সিলেটবাসীর সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করবেন জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি আমার জীবন দিয়ে হলেও সিলেটবাসীর জন্য কাজ করবো, সিলেটবাসীর সেবক হিসেবে তাদের স্বপ্ন পূরণে কাজ করবো। সিলেটবাসী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর যে আস্থা রেখেছেন আমি তা দৃঢ়ভাবে ধরে রাখার চেষ্টা করবো।’

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি যে ২১টি প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবো।’