মেন্টরের কাজ কী, জানতে চান মাশরাফিও

:
: ১১ মাস আগে

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজাকে মেন্টর হিসেবে দেখা যেতে পারে এমন আলোচনা চলছে। জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল মেন্টর হিসেবে মাশরাফিকে দলে পেতে চাইছেন। নিজের অবসর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে আলোচনা করতে গিয়ে মাশরাফিকে মেন্টর হিসেবে পাওয়ার আবদার করেন তামিম। প্রধানমন্ত্রীও তামিমের কথায় সম্মতি দেন।

সেই আলোচনা অনেক দিন পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি এখনও। তবে যাকে নিয়ে এতো আলোচনা সেই মাশরাফিও জানেন না, জাতীয় দলে মেন্টরের ভূমিকা কী? বুধবার এক অনুষ্ঠানে গিয়ে মাশরাফি গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে উঠে আসে মেন্টরের প্রসঙ্গ। মাশরাফি পাল্টা প্রশ্ন করে জিজ্ঞেস করেন, ‘মেন্টরের ভূমিকা কী? দলের কী লাভ হয়?’

 

তার ভাষ্য ছিল এরকম, ‘মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো… অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না। (দলের প্রয়োজন) সেরকম পরিস্থিতি এলে, সেরকম হলে তখন বলা যাবে। যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না।’

এর আগেও তামিম একবার এক অনুষ্ঠানে গিয়ে মাশরাফিকে মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলকালীন এক টিভি অনুষ্ঠানে অনস্ক্রিনে ছিলেন দুজন। সেখানে ম্যাচ নিয়ে আলোচনার এক পর্যায়ে তামিম বলেছিলেন, ‘আমি যদি ২০২৩ বিশ্বকাপে অধিনায়ক থাকি এবং বোর্ড যদি অনুমতি দেয় তাহলে আপনাকে (মাশরাফি) মেন্টর হিসেবে চাই।’

তখনও মাশরাফি উত্তর দিয়েছিলেন, ‘এখনই এসব বলতে পারছি না। যখন সময় আসবে তখন বোঝা যাবে।’

 

তামিম চাইলেও মেন্টর হিসেবে মাশরাফির ভূমিকা কী হতে পারে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে তারও। দলের কোন কাজে আসবে, কোন দিকটি তার দেখতে হবে এসব নিয়ে রয়েছে তার জানার। তাই নিজ থেকে মানসিক কোনো প্রস্তুতিও নেই তার। মাশরাফি ভাবনায় আছে শুধু বর্তমান।

‘(তামিমের চাওয়া মেন্টর হিসেবে) সেটা ভিন্ন জিনিস। আমার কোনো মাইন্ড সেট-আপ নেই। আমি আগেও বলেছি, আমার এরকম কোনো মাইন্ড সেট-আপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। তো আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ সেইটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই।’

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বাক বদলের নায়ক মাশরাফি। সর্বোচ্চ ৫০ জয় নিয়ে মাশরাফি চূড়ায় থেকে অধিনায়কত্ব ছেড়েছেন। তার দেখানো পথ ধরেই সতীর্থরা এখন এগিয়ে নিচ্ছেন লাল-সবুজের দেশকে।

 

নিজে মেন্টর থাকুক আর নাই থাকুক মাশরাফির চাওয়া দল যেন লক্ষ্যে অটুট থাকে, ‘আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি যেমন আছি ভালো আছি। কোনো সমস্যা নেই। দল ভালো করুক, ভালো করবে। এটাই আমার চাওয়া।’