দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪ দল মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নির্বাচন সমম্বয়ক হয়েছেন সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। তিনি আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক।
অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র পেয়েছিলেন। জোটের স্বার্থে আসনটি মেননের জন্য ছেড়ে দেয় আওয়ামী লীগ। তাই তালুকদার মো. ইউনুসও নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাশেদ খান মেননের নির্বাচন পরিচালনা কমিটির (মিডিয়া সেল) সদস্য শামিল শাহরোখ তমাল। তিনি বলেন, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল বিভাগীয় জনসভাকে কেন্দ্র করে নানা ব্যস্ততার কারণে অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্ব-শরীরে উপস্থিত থাকতে পারছেন না। মেননের বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে তিনি ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। সরকার প্রধানের জনসভা শেষ হওয়ার পর ইউনুস নিজে উপস্থিত থেকেই নির্বাচন সমন্বয় করবেন আশা প্রকাশ করেছেন মেনন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com