 
     রাজধানীতে শ্বশুরকে শেষ বিদায় জানাতে যাওয়া এক আইনজীবীর বাসায় থাকা ৩০ ভরি স্বর্ণ লুট হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুরে (এফ ব্লকের রোড-৩, বাড়ি নং-৪) এ ঘটনা ঘটে।
রাজধানীতে শ্বশুরকে শেষ বিদায় জানাতে যাওয়া এক আইনজীবীর বাসায় থাকা ৩০ ভরি স্বর্ণ লুট হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুরে (এফ ব্লকের রোড-৩, বাড়ি নং-৪) এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অ্যাডভোকেট রফিকুল ইসলাম সুপ্রিমকোর্টের একজন আইনজীবী।
রফিকুল ইসলামের ছোট ভাই একাত্তর টিভির সাংবাদিক মাফি ইসলাম অনলাইনকে জানান, রফিকুল ইসলাম পরিবারসহ ওই বাসার ষষ্ঠ তলায় থাকেন। তিনি বাসার সবাইকে নিয়ে একই বাসার তৃতীয় তলায় তার শ্বশুর আলহাজ আবুল খায়ের মুন্সী (৮৫) থাকতেন। আজ তিনি সন্ধ্যার দিকে মৃত্যুবরণ করেন। এ খবর শোনে শোকেবিহ্বল সবাই তিন তলায় যান। কিন্তু ফিরে এসে রাতে দেখা যায় তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখা যায়, স্টিলের আলমারি থেকে ৩০ ভরি স্বর্ণ লুট হয়েছে।
রাত পৌনে ১২টার দিকে এ ব্যাপারে শাহআলী থানায় অনলাইন থেকে জানতে চাওয়া হলে বিষয়টি নিশ্চিত করে এসআই শামসুর রহমান জানান, এইমাত্র ভুক্তভোগীরা থানায় এসেছেন, মামলা প্রক্রিয়াধীন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com