মৃত্যুশয্যায় কণ্ঠশিল্পী শারমিন, পাশে দাঁড়াচ্ছে আরটিভি

লেখক:
প্রকাশ: ৩ years ago

গুরুতর অসুস্থ আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গানের চ্যাম্পিয়ন শারমিন আকতার। ১৪ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার রক্তে ইনফেকশন নতুন ব্লাড সেল উৎপন্ন হচ্ছে না।

রোববার তার বাবা বাউল শিল্পী হুমায়ূন কবির জানান, তার মেয়ের শারীরিক অবস্থা সংকটাপন্ন।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন, শারমিনের রক্তের সেল ক্রমেই নষ্ট হচ্ছে। তার শরীরে নতুন করে রক্ত উৎপাদন হচ্ছে না। তাই দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। গত ৯ দিন হাসপাতালের বেডে একই অবস্থায় পড়ে আছে। কোনো উন্নতি হচ্ছে না।

আগামী দুদিন যদি শারমিনের অবস্থার উন্নতি না হয় তাহলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর বা ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান হুমায়ূন। এজন্য প্রয়োজনীয় অর্থ নেই তার কাছে। তিনি জানান, কেউ যদি তার মেয়ের সাহায্যের জন্য এগিয়ে আসেন সেটা গ্রহণ করবেন।

এদিকে শারমিন ও তার পরিবারের এই দুর্দিনে পাশে দাঁড়াচ্ছে আরটিভি পরিবার। টিভি চ্যানেলটির সিইও সৈয়দ আশিক রহমান আজ রোববার (২২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আপনারা সবাই শুনেছেন আমাদের প্রিয় কণ্ঠশিল্পী শারমিন গুরুতর অসুস্থ। সে নিয়মিতই আরটিভির নানা অনুষ্ঠান ও আয়োজনে গান করছিল। তার কিছু গান খুব সাড়া পড়েছে।

আজ সে অসুস্থ। তার বাবা জানিয়েছেন, অবস্থা সংকটাপন্ন। আমিও তার পরিবারের হয়ে দোয়া চাই। সেই সঙ্গে আমরা চেষ্টা করছি শারমিনের পাশে দাঁড়াতে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন।’

তবে কত টাকার অর্থ সাহায্য দেয়া হবে শারমিনকে সে ব্যাপারে বিস্তারিত বলেননি আরটিভির এই কর্তা। হয়তো শিগগিরই আসবে ঘোষণা।