বাংলা চলচ্চিত্রের মহীরূহ ও প্রখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের মৃত্যুতে ভারতের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন টালিউড ও বলিউডের শিল্পীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করেছেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কলকাতার ভবানীপুরের নিজ বাসভবনে শেষ শেষ নিশ্বাস ত্যাগ করেন মৃণাল সেন।
মৃত্যুকালে মৃণাল সেনের বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
কাল সোমবার মৃণাল সেনের ছেলে বিদেশ থেকে ফিরে এলে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার আগে মৃণাল সেনের মরদেহ রাখা হবে কলকাতার পিচ হ্যাভেনে।
মৃণাল সেনের জন্ম বাংলাদেশের ফরিদপুর শহরে। এই শহরেই তাঁর শৈশব-কৈশোর কাটে।
১৯৪৩ সালে ফরিদপুরের রাজেন্দ্র কলেজে পড়ার সময় মৃণাল সেন চলে আসেন কলকাতায়।
দেশ ছাড়ার দীর্ঘ ৪৭ বছর পর মৃণাল সেন জন্মশহর ফরিদপুরে গিয়েছিলেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন মৃণাল সেন।
পল্লিকবি জসীম উদ্দিনের সঙ্গে ছিল মৃণাল সেনের গভীর সম্পর্ক ছিল।
বহু বিখ্যাত সিনেমা তৈরির কারিগর মৃণাল সেন। ১৬টি ছবির জন্য তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পান রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী।
মৃণাল সেন বাংলা, হিন্দি, ওডিশা ও তেলেগু ভাষায় ছবি করেছেন। তাঁর নির্মিত ছবি বার্লিন, ভেনিস, মস্কো, শিকাগো, মন্ট্রিলসহ বাইরের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। তিনি বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারও পান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com