মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। শুরু থেকেই টাইগারদের বোলিং তোপে ধারআবাহিকভাবে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। আর এরই মাঝে দারুণ এক রেকর্ড গড়েন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ।
চপের মুখেই অধিনায়ক দিনেশ চান্ডিমালকে নিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিলেন উপল থারাঙ্গা। ম্যাচের ৩৬ তম ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ আবেদন করলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু শ্রীলঙ্কান দলপতি রিভিউ নেন। টিভি আম্পায়ার সিদ্ধান্ত বদল করেন। আর এর পরের বলেই হাফসেঞ্চুরি তুলে নেয়া থারাঙ্গাকে বোল্ড করেন মুস্তাফিজ। এতেই ক্যারিয়ারের ৫০ তম উইকেট তুলে নেন কাটার মাস্টার।
ক্যারিয়ারের ২৭তম ম্যাচে ৫০ উইকেট পেলেন মোস্তাফিজ। এর আগে টাইগারদের হয়ে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড ছিল আব্দুর রাজ্জাকের অধিকারে। ৩২ ম্যাচে তিনি এই মাইলফলক ছুঁয়েছিলেন।
বিশ্ব রেকর্ডটি অবশ্য শ্রীলঙ্কান স্পিনার অজান্তা মেন্ডিসের অধীনে। তিনি ২০০৯ সালে মাত্র ১৯ ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছিলেন। বিশ্ব রেকর্ডের তালিকায় মোস্তাফিজের অবস্থান ১৪তম। বাঁহাতি এ তারকার পেছনে সাকলাইন মুশতাক, ব্রেট লি ও শোয়েব আকতারদের মতো তারকারা রয়েছেন।