বরিশাল মুলাদী থানা পুলিশের উদ্যোগে মুলাদী থানা প্রাঙ্গনে “ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে থানা প্রাঙ্গনে “ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম। সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম বিপিএম, বরিশাল পুলিশ সুপার।
এসময় বরিশাল জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), মোঃ কামরুল আহসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মুলাদী সার্কেল, জনাব মোঃ মতিউর রহমান, অফিসার ইনচার্জ, মুলাদী থানা, বরিশালসহ মুলাদী থানা নির্বাহি কর্মকর্তা মোঃ জাকির হোসেন, মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ তারিকুল হাসান মিঠু, মুলাদী মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, মুলাদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আব্দুল বারী, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাঢ়ীসহ ০৭টি ইউনিয়ন সমূহের চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দসহ নানা শ্রেনী পেশার লোকজন।
উপস্থিত জনসাধারন প্রধান অতিথির কাছে পুলিশের সেবার মান এবং আইন-শৃংঙ্খলা উন্নতিকল্পে নানা বক্তব্য রাখেন। প্রধান অতিথি তাঁদেরকে সর্বাত্মকভাবে আইনি সহায়তাদানে আশ^স্ত করেন এবং বলেন, “আমরা দৃঢ় প্রতিজ্ঞ, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়ার জন্য। আমরা মাদক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির উপর ভিত্তি করে আমাদের অভিযান অব্যাহত রাখতে চাই। এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। এসময় তিনি বিট পুলিশিং কার্যক্রম ও অভিযোগ বক্সের কথা সকলের সামনে তুলে ধরেন। তিনি মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করার জন্য আহব্বান জানান এবং অভিযোগ বক্সের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেন। প্রধান অতিথি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকসহ মসজিদের ইমামদেরকে ক্লাসে ও জুম্মার নামাজের পূর্বে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকের কুফল, ইভটিজিং, বাল্য-বিবাহ সম্পর্কে সচেতনামুলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করেন।
এছাড়া প্রতি তিন মাস পর পর পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাদেরকে প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় উপস্থিত হয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকের কুফল, ইভটিজিং, বাল্য-বিবাহ সম্পর্কে সচেতনামুলক মত বিনিময় সভা করার নির্দেশ প্রদান করেন। প্রধান অতিথি আরো বলেন, যদি কোন পুলিশ সদস্য মাদক ব্যবসার সাথে জড়িত হয়, তাহলে আপনারা তাদের তথ্য আমাদেরকে দিবেন। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এসময় তিনি মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে এনে তাদের কর্মসংস্থানের আশ্বাস দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com