কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের নাম করে মুম্বাইয়ের এক ব্যবসায়ীকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। ফোনের সেই হুমকিতে ৬ কোটি টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। ফোনটি পাওয়ার পর প্রায় শ্বাস আটকে যাওয়ার উপক্রম হয়েছিল সেই ব্যবসায়ীর। এক মুহূর্ত বিলম্ব না করে তিনি হাজির হন থানায়।
দাউদ ইব্রাহিম। যার নামেই কাঁপে মুম্বাই নগরী। পুলিস অফিসারও যার নামে কাঁপতেন, সেই ডন বেশ কয়েক বছর হল সাম্রাজ্য গুটিয়ে পাকিস্তানে গিয়ে ডেরা বেঁধেছেন। এতদিন পর নিজেদের ডন দাউদের সহযোগী দাবি করে ফোনের অপর প্রান্তের লোকেরা ব্যবসায়ীকে হুমকি দিয়ে বলেছেন, জমি নিয়ে যাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তিনি সেটা প্রত্যাহার করতে হবে নইলে খুন করা হবে তাকে।
এখানেই শেষ নয়, দাউদের নাম করে সেই ব্যবসায়ীর কাছে ৬ কোটি টাকা দাবিও করেছে তারা। ফোনটি পাওয়া মাত্র আলি জাফর সিদ্দিকি নামে সেই ব্যবসায়ী ওয়ালভি থানায় অভিযোগ জানান। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
কিন্তু দাউদের নামে ফোন আসায় নতুন করে ভাবতে শুরু করেছে মুম্বাই পুলিশ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com