আইপিএলের চলতি আসরে পাঁচ ম্যাচে মাঠে নেমেছেন ক্রিস গেইল। পাঁচ ম্যাচেই ঝড় তুলেছে তার ব্যাট। পাঞ্জাব এবারের আইপিএলে আট ম্যাচ মাঠে নেমেছে। এরমধ্যে প্রথম দুই ম্যাচ দলে জায়গা হয়নি গেইলের। ফিরেই চার ম্যাচে খেলেছেন দারুণ সব ইনিংস।
এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরিটাও এসেছে তার ব্যাট থেকে। কলকাতার বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংস খেলার পর এক ম্যাচ ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন গেইল। এরপর সপ্তাহ খানেকের বিরতি দিয়ে আবার মাঠে ফিরেছেন। ফিরেই দেখিয়ে দিয়েছেন ক'দিন মাঠের বাইরে থেকে ব্যাটে মরিচা ধরেনি। পাঞ্জাবের হয়ে নিজের পঞ্চম ম্যাচে অর্ধশতক পেয়েছেন ক্রিস গেইল। তবে ভক্তদের আফসোস গেইল ঝড়টা বেশি বড় হলো না।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪০ বলে গেইল করেছেন ৫০ রান। ছয় মেরেছেন দুটি, চারের মার ছয়টি। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং তারকার এ ম্যাচে স্টাইক রেট ১২৫.০০। যা গেইলের ঝড়ের সঙ্গে একটু বেমানান।
গেইল এবারের আইপিএলে পাঁচ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৩০২ রান। এর আগের চার ম্যাচে বিগ ম্যানের রান ছিল ২৫২। এ ম্যাচে পুরোপুরি ৫০ রান করে তিনশ'র উপরে রান নিয়ে গেছেন ক্যারিবিও ব্যাটিং দানব।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com