মুনিম-গেইলের অর্ধশতক ও সাকিব-ব্রাভোর তাণ্ডব, বরিশাল ‘১৯৯’

:
: ২ years ago

সিলেট পর্বের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক রবি বোপারা। বরিশাল উড়ন্ত সূচনা পায় মুনিম শাহরিয়ারের ব্যাটে। ২৬ বলে অর্ধশতক পূরণ করে মুনিম চলতি আসরে দেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম অর্ধশতকের কীর্তি গড়েন।

 

তবে তাকে থামতে হয় অর্ধশতকের পরপরই। তার আগে ২৮ বলের মোকাবেলায় করেন ৫১ রান, হাঁকান ৬টি চার ও ৩টি ছক্কা। অপর প্রান্তে ক্রিস গেইল ছিলেন নিস্প্রভ। ক্রিজে এসে থিতু হতে পারেননি নুরুল হাসান সোহান (৪ বলে ২ রান)। তার বিদায়ে ক্রিজে আসেন অধিনায়ক সাকিব আল হাসান।

ক্রিজে এসেই সাকিব মারকুটে ব্যাটিং শুরু করেন। ১৮ বলে ৩৮ রান তুলে ফেলেন ২টি চার ও ৪টি ছক্কায়। তবে ১৯তম বলে তালুবন্দী হলে থেমে যায় সাকিবের ইনিংস। এরপর দলের হাল ধরেন গেইল।

ব্যাট হাতে এদিনও ছন্দে ছিলেন সাকিব।

সাবধানী ব্যাটিংয়ে গেইল পেয়ে যান আসরের প্রথম অর্ধশতকের দেখা, ৪৩ বলে। তৌহিদ হৃদয় ১১ বলে ১০ রান করে বিদায় নিলে ডোয়াইন ব্রাভো ক্রিজে এসে মারমুখী রূপ নেন। তার ১৩ বলে গড়া ৩৪ রানের ক্যামিওতে ছিল ১টি চার ও ৪টি ছক্কা। গেইল অপরাজিত থাকেন ৫২ রানে। ৪৫ বলের মোকাবেলায় ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ১৯৯ রান।

সংক্ষিপ্ত স্কোর

টস : সিলেট সানরাইজার্স

ফরচুন বরিশাল : ১৯৯/৪ (২০ ওভার)
গেইল ৫২*, মুনিম ৫১, সাকিব ৩৮, ব্রাভো ৩৪*
অপু ১৪/১, আলাউদ্দিন ২৮/১