মুনিম এবারের বিপিএলের প্রাপ্তি : সাকিব

লেখক:
প্রকাশ: ২ years ago
ফরচুন বরিশাল মুনিম শাহরিয়ার

ভিনি, ভিডি, ভিসি—এলাম, দেখলাম, জয় করলাম। মুনিম শাহরিয়ার জোর গলায় এমনটি বলতেই পারেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মত বড় মঞ্চে মুনিমের ব্যাট হাসছে তো হাসছেই। তাই ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানও এবার বললেন, এবারের বিপিএলের প্রাপ্তি মুনিম।

ক্রিকেট তুলে আনার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আছে কার্যকরী ভূমিকা। বিশেষ করে, ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই দেশগুলো তুলে আনে তাদের টি-টোয়েন্টি দলের ক্রিকেটার। সেই পথে বাংলাদেশ অনেকটা পিছিয়ে থাকলেও মুনিমের মারকুটে ব্যাটিং দেখে মনে হচ্ছে, এবার অন্তত টি-টোয়েন্টি মেজাজের একজন ব্যাটার খুঁজে পাওয়া গেল বিপিএল থেকে।

অথচ মুনিম কিনা প্লেয়ার্স ড্রাফটে দলই পাননি। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাকে সুযোগ করে দিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন, তাও আবাহনীর মত দলে। আবাহনীর কোচ সুজন বিপিএলের এবারের আসরে কোচিং করাচ্ছেন ফরচুন বরিশালকে। ড্রাফটে অবিক্রিত থাকলেও মুনিমকে তিনিই দলভুক্ত করেন আসর শুরুর প্রাক্বালে।

সেই মুনিম সুযোগ পেয়েই করেছেন বাজিমাত। প্রতিপক্ষ বোলার যে-ই হোক, মুনিমের ভয়হীন ব্যাটিং মন কেড়েছে সবার। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, মুনিমের মত ব্যাটার বাংলাদেশ দলে খুব প্রয়োজন।

মুনিমকে বিপিএলের এবারের আসরের প্রাপ্তি হিসেবে আখ্যায়িত করে সাকিব বলেন, ‘বাংলাদেশের জন্য যেমন প্রয়োজন সে ঠিক তেমন। বলকে খুব সহজেই মারতে পারে। নির্ভীক ক্রিকেটার। তার দেখাশোনা ঠিকঠাক হচ্ছে এটা নিশ্চিত করতে হবে। এবারের বিপিএলের প্রাপ্তি সে।’