মুদ্রা সরবরাহে প্রবৃদ্ধির লক্ষ্য ১২.১ শতাংশ

:
: ২ years ago

২০২২-২৩ অর্থবছরের জন্য মুদ্রা সরবরাহের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ দশমিক ১ শতাংশ। যা সরকারের কাঙ্ক্ষিত মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির সিলিংয়ের সমষ্টির তুলনায় কিছুটা কম।

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এ কথা জানান। এসময় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, করোনার বিরূপ প্রভাবে বাংলাদেশে অর্থের আয়ের গতি ২০২০-২১ অর্থবছরে হ্রাস পেলেও ২০২২ অর্থবছরে বেড়েছে।