মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জবিরিউ-ইনোভেটরস উইন্ডো’র ই-ম্যাগাজিন প্রকাশ ও ডিজিটালইজেশন

:
: ৪ years ago

অমৃত রায়, জবি প্রতিনিধি:: মুজিব জন্মশতবার্ষিকী এর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে  জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি-ইনোভেটরস উইন্ডো কতৃক আয়োজিত ই- ম্যাগাজিন এবং ওয়বে সাইটের শুভ উদ্বোধন অনুষ্ঠানটি রাত ৯ টায় সংগঠিত হয়।অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ট্রেজারার,জগন্নাথ বিশ্ববিদ্যালয়
অধ্যাপক ড. মোস্তফা কামাল, প্রক্টর ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়
অধ্যাপক ড.মো. নূরে আলম আব্দুল্লাহ, সভাপতি,জবি শিক্ষক সমিতি এবং
অধ্যাপক ড. শামীমা বেগম সাধারণ সম্পাদক ,জবি শিক্ষক সমিতি।আরো ছিলেন
জনাব আল-রাজী মাহমুদ অনিক, জবি রিপোর্টার্স ইউনিটর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা।
প্রধান অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান
বলেন,”ম্যাগাজিন প্রকাশ শতবর্ষ পুরোনো হলেও বর্তমানে এর ডিজিটালাইজেশন অনেক আকর্ষনীয় এবং নতুন লেখকদের জন্য অন্যতম মাধ্যম।নিজের লেখা নিজে প্রকাশ করার চেয়ে সম্পাদক মন্ডলীর হাতে বাছাইকৃত লেখা প্রকাশের আনন্দটা অসীম।” তিনি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আরো কিছু বিষয় তুলে ধরেন এবং বলেন যে,”মুক্তিযুদ্ধের চেতনার ধারণ করতে পারলে দেশের উন্নতি  এগিয়ে যাবে হাজার গুণ। মৌলবাদী অপশক্তির চক্রান্তে পা দিয়ে মুক্তিযুদ্ধের  চেতনাকে ভুলে গেলে সব হারিয়ে যাবে এবং দেশ পিছিয়ে যাবে।”তাই তিনি  মুক্তির চেতনাকে লালন করার আহ্বান করেন সকলকে।
বিশেষ অতিথি ও অন্যান্য  সকলকেই সংগঠন এবং কার্যক্রম এর উত্তর উত্তর সাফল্য কামনা করেন এবং শুভকামনা জানান।
 জবিরিউ এর সভাপতি ইমতিয়াজ উদ্দিন এর সঞ্চালনয়ায় একটি সফল ও সার্থক ওয়েবিনার  সংগঠিত হয়েছে জবিরিউ-ইনোভেটরস উইন্ডোর।