মুজিববর্ষ : সুদানের স্কুলে বাংলাদেশ ফর্মড পুলিশের বৃক্ষরোপণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে সুদানের দারফুর এলফেশার শহরে আলনুস বয়েজ স্কুলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কর্মসূচির উদ্বোধন করেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পুলিশ কমিশনার ড. সুলতান আজম তিমুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন- এলফেশার শহরের ডেপুটি পুলিশ কমিশনার কর্নেল আমিন ইব্রাহিম আব্দুস সাদেকসহ দারফুর মিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কমিশনার ড. সুলতান আজম তিমুরী বৈশ্বিক উষ্ণতা রোধে এবং মরুকরণ রোধে বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি তার বক্তব্যে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমকে ধন্যবাদ জানান।

এর পাশাপাশি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।

আলফেশার শহরের ডেপুটি পুলিশ কমিশনার কর্নেল আমিন ইব্রাহিম আব্দুস সাদেক তার বক্তব্যে পরিবেশ রক্ষায় এবং স্কুলছাত্রদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের উদ্যোগকে স্বাগত জানান। শান্তিরক্ষা মিশনে কর্মরত অন্যান্য ফর্মড পুলিশ ইউনিটও বাংলাদেশ ফর্মড পুলিশের মত এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ বাংলাদেশসহ বিশ্বব্যাপী উদযাপিত হবে। বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন দেশে ৯২টি বাংলাদেশের দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করা হবে।

 

সুদানে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপিত হচ্ছে না। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের প্রস্তুতি গ্রহণ করেছে। এর পূর্ব প্রস্তুতি হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটে কর্মরত ডাক্তারগণ আলনুস বয়েজ স্কুল ছাত্রদের করোনাভাইরাস সম্পর্কে অবহিত করেন এবং উক্ত ভাইরাস থেকে রক্ষার পাওয়ার পরামর্শ দেন। এর পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন ছাত্রদের।

উল্লেখ্য, ইতোপূর্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট নিয়ালা সুপার ক্যাম্পের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য দারফুরে শান্তিরক্ষা মিশনে কর্মরত ১১টি ফর্মড পুলিশ ইউনিটের মধ্যে শ্রেষ্ঠ ইউনিটের মর্যাদা লাভ করে।