মুক্ত হয়ে স্বজনদের কাছে ফিরলেন কবি ও নির্মাতা টোকন ঠাকুর

লেখক:
প্রকাশ: ৪ years ago

কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর জামিনে মুক্ত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পাঁচটা মিনিট ঢাকা মহানগর হাকিম আদালতের হাজতখানায় থেকে জামিনে মুক্তি পান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ- পরিদর্শক শহিদুল ইসলাম।

এ সময় তাকে তার পরিবার, আত্মীয়-স্বজন ও কলা-কুশলীরা বরণ করে নেন।

মুক্তি পেয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা বলেন। সেখানে ছিলো তার ‘কাঁটা’ সিনেমার আলোচনাও।

এর আগে গতকাল রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয় টোকন ঠাকুরকে।’

মামলার সুত্রে জানা যায়, টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। ৩৫ লাখ টাকা সরকারি অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনো কাজ করেননি।

এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে ২০১৬ সালে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

সেই মামলার পরিপ্রেক্ষিতেই চলতি মাসের ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অবশেষে গতকাল নিউ মার্কেট এলাকা থেকে তিনি গ্রেফতার হন। আর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই জামিনে মুক্তও হলেন টোকন ঠাকুর।