উনিশশো একাত্তর।
এক রক্তক্ষয়ী বছর বাঙালী জাতির জন্য।হানাদার বাহিনীর কবল থেকে দেশমাতাকে মুক্ত করতে গিয়ে দেশমাতার হাজার হাজার, লাখ লাখ ছেলে-মেয়ে তাদের জীবন বিসর্জন দেয়।কেউ কেউ তাদের সম্রমের বিনিময়ে স্বাধীনতা আসার পথ প্রসস্থ করে।সুদীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে অবশেষে ১৬ই ডিসেম্বর বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা আসে।দেশের বিভিন্ন স্থানে হানাদার বাহিনীদের হাতে বন্দী থাকা আটক নির্যাতিত মা-বোন মুক্তি পায়।অত্যাচারিত -নির্যাতিত এসব মা বোন তখন ফিরে যায় নিজের পরিবারে কাছে।কিন্তু…
এই স্বাধীনতা বাংলাদেশ লাখো লাখো বীর নারীর সম্মানের বিনিময়ে পাওয়া।
এই স্বাধীনতা লাখো লাখো সন্তানের মা-বাবার স্নেহ -মমতা হারাবার বিনিময়ে পাওয়া।
কত মা-বোন এর সম্মান-জীবন এর বিনিময়ে এ দেশ..
এ দেশে লুকিয়ে আছে কোটি কোটি হৃদয়ের কান্না..আহাজারি.. রক্ত।
এ দেশ কত বুক ভাঙা আকুতিতে ফিরে পাওয়া।
ভালোবাসি এ দেশকে।
বিজয়ের মাসের শেষ দিনে মুক্তি পেয়েছে মেহেদী আহসান মিদুলের বিজয়দিবসে শর্টফিল্ম
রচনা করেছেন “উম্মে নিপা” এবং অভিনয়ে ছিলেন মুনির টিটু,সিমন্তি,শুভ।বরিশালের বিভিন্ন স্থানে শর্টফিল্মটির চিত্র ধারন করা হয়।