মুক্তি পেলো বরিশালের তরুণ নাট্য নির্মাতা মজিবর রহমান নাহিদ এর নাটক ‘ইলেকশন চন্দ্রদ্বীপ’। শুক্রবার বিকেলে প্রিয় মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। নাটকটির লিংক: https://www.youtube.com/watch?
ব্যতিক্রমী এই নাটকটিতে তুলে ধরা হয়েছে কিভাবে কিছু অসৎ জনপ্রতিনিধির কারনে সরকারের উন্নয়নের ধারা ব্যহত হয়।
মজিবর রহমান নাহিদের লেখা এই গল্পে আরও অভিনয় করেছেন, এইচ আর হীরা, ফিরোজ গাজী, ফাইজুল ইসলাম, তারেক হোসেন, জহিরুল ইসলাম মিন্টু, রিপন সিকদার, রিয়াজ মোল্লা, পঙ্কজ হালদার, খলিলুর রহমান, মৃদুল খানসহ আরও অনেকে। নাটকটির চিত্রনাট্য ও প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এইচ আর হীরা।
‘ইলেকশন চন্দ্রদ্বীপ’ নাটকটি প্রিয় মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এছাড়া বরিশালের ইউরো ডিজিটাল নেটওয়ার্কসহ বিভিন্ন ক্যাবেলে খুব শিগ্রই সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন চিত্রনাট্য ও প্রধান সহকারী পরিচালক এইচ আর হীরা।
মুক্তির আগেই নাটকটি সাড়া ফেলেছে বলে জানান ‘ইলেকশন চন্দ্রদ্বীপ’ এর পরিচালক তরুণ নাট্য নির্মাতা মজিবর রহমান নাহিদ। তিনি জানান,’ব্যাতিক্রম গল্প নিয়ে কাজটি করেছি। এটির টেইলর প্রকাশের পরপরই বেশ সাড়া ফেলে। অসংখ্য শুভাকাঙ্খী প্রতিদিন জানতে চেয়েছেন কবে মুক্তি পাবে ‘ইলেকশন চন্দ্রদ্বীপ’।
তিনি আরও জানান,‘অসৎ জনপ্রতিনিধির জন্য তৃণমূলের মানুষ কিভাবে মুখ ফিরিয়ে নেয় এমনই এক গল্প নিয়ে ইলেকশন চন্দ্রদ্বীপ।’
মজিবর রহমান নাহিদ জানান,’অনেক ভালো করার চেষ্টা করেছি, তবে কতটুকু পেরেছি জানিনা। আশা করছি আগের মতোই সবার সহযোগিতা ও ভালোবাসা পাবো।’
বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদের নির্মিত নাটকগুলো হলো: মরনব্যাধী সিরিয়াল, প্রেসিডেন্ট বাড়ির জামাই, শুধু ভালোবাসি বলে, আমি কে, মেম্বার জামাই, ভালোবাসার পেতাত্মা, কোকাম্বা বাবুল, কোটম্যান ইত্যাদি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com