বিনোদন ডেস্ক॥ খুব ছোটবেলা থেকেই সংগীত নিয়ে ব্যাপক উৎসাহ ছিলো এই নবীন কন্ঠ শিল্পীর। গান লিখতে এবং গাইতে খুব ভালোবাসা নিয়েই তার সূচনা শুরু। মিডিয়া অঙ্গনে আলিফের প্রথম সূচনা হয়েছিল শর্টফিল্ম “প্রাশ্চিত্ত” নাটকের মাধ্যমে এর পরে তিনি “স্পেশাল বড় ভাই”, “দূর থেকে ভালোবাসবো” সহ বেশ কিছু শর্টফিল্ম নাটকে কাজ করে অল্প কিছু দিনের মধ্যেই বেশ প্রশংসিত ও পরিচিতি লাভ করেন। শর্টফিল্ম এর পাশাপাশি মডেলিং ও করতেন তিনি। তার অভিনীত শর্টফিল্ম প্রচারিত হয়েছিল বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে। কিন্তু স্বপ্ন পুরনের খুব কাছাকাছি যাওয়ার আগেই তার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যায়। এরপর তিনি তার ইউটিউব চ্যানেলটি ফেরত পাওয়ার জন্য অনেকের কাছে সাহায্য চেয়েছিল তবে কেউ তার বিপদের সময় পাশে ছিলনা।
সাহায্যের জন্য যার কাছেই গিয়েছেন সবারই একই কথা ভাইয়া টাকা লাগবে, টাকা ছাড়া কিছুই হবেনা। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আব্দুল মান্নানের সন্তান আলিফ হোসেন । বরিশালের এই সন্তান ভবিষ্যতে আরো কাজ করতে চায় পূর্ণাঙ্গ অ্যালবামে । আলিফ বলেন, ভালোলাগা থেকে মিডিয়া অঙ্গনে কাজ করা শুরু যা এখন ভালোবাসায় পরিণীত হয়েছে। তাই আশাগুলো পূরণ হওয়াটাই শুধু এখন সময়ের ব্যাপার।
আলিফের “যদি কখনো” গানটি নিজে লেখেছেন এবং কণ্ঠ দিয়েছেন।আলিফ বলেন, সকলের কাছে আমি আমার এই গানটি বাস্তবতাকে সঙ্গী করে লিখেছি, আশা করছি গানটি সবার ভালো লাগবে। সবাই শুনবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো কাজ উপহার দিতে পারি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com