উন্মুক্ত হলো বহুল প্রতিক্ষিত মোবাইল গেম “মুক্তি ক্যাম্প”

লেখক:
প্রকাশ: ৭ years ago
মুক্তি ক্যাম্প

বিজয় দিবসে যাত্রা শুরু করল মুক্তিযুদ্ধভিত্তিক মোবাইল গেম ‘মুক্তি ক্যাম্প’। ভিন্নধর্মী গেমটি তৈরি করেছে মাইন্ডফিশার। এখন থেকে গুগল প্লেস্টোরে সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাবে। গেমটি বর্তমানে অফলাইনে খেলা যাবে। অনলাইন ভার্সনটি আসবে ২০১৮ সালের মধ্যভাগে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মুক্তি ক্যাম্প আমাদের মুক্তিযুদ্ধ থেকে অনুপ্রাণিত একটি মোবাইল গেম। মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এটি তৃতীয় গেম। এর আগের মুক্তিপ্রাপ্ত গেম দুটি হলো হিরোজ অব ৭১ এবং হিরোজ অব ৭১ :রিটালিয়েশন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেম খেলোয়াড়ের বেশিরভাগ ছিল বিদেশি। তাই বহির্বিশ্বে বেশ ভালো একটি জায়গা করে নেবে ‘মুক্তি ক্যাম্প’। নতুন এই গেমটিতে মুক্তিযুদ্ধে আর্মি ক্যাম্পে আক্রমণ এবং বিজয় তুলে ধরা হয়েছে। একেবারে সাধারণ মানুষ কীভাবে আর্মিদের পরাজিত করে তা ফুটিয়ে তোলা হয়েছে। কারণ যুদ্ধের সময় যারা গেরিলা বাহিনীকে খাদ্য, আশ্রয় ও ওষুধ দিয়েছিল তারাও যোদ্ধা। গেমটিতে একজন খেলোয়াড় ছোট্ট ক্যাম্পের কমান্ডার হিসেবে গেমটি শুরু করবে।

সময়ের সঙ্গে খেলোয়াড় ক্যাম্প সম্প্রসারিত করবে। সেই সঙ্গে করতে হবে রক্ষণাবেক্ষণ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে শত্রুদের বিরুদ্ধে। যুদ্ধের মতোই খেলোয়াড়কে অন্য মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে ক্যাম্পে নিয়ে আসতে হবে। ধীরে ধীরে গেমের মুক্তিযোদ্ধাদের হূষ্টপুষ্ট, অনুপ্রাণিত, সজ্জিত এবং প্রশিক্ষিত করে তুলতে হবে। পরবর্তী সময়ে গেরিলা বাহিনীকে যুদ্ধে নিয়ে পাকিস্তানি আর্মি ক্যাম্পগুলো জয় করতে হবে।