মুক্তির ১৫ দিন: প্রিয়তমার দখলে ৮৪ প্রেক্ষাগৃহ

লেখক:
প্রকাশ: ২ years ago

গত ২৯ জুন ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। মুক্তির পর কেটে গেছে ১৪ দিন। দর্শকদের মাঝে যেমন সাড়া ফেলেছে, তেমনি সিংহভাগ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

শুক্রবার (১৪ জুলাই) সিনেমাটি মুক্তির ১৫তম দিন। এখনো ৮৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এ বিষয়ে সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ বলেন— ‘‘প্রিয়তমা’ সবসময়ই ব্লকবাস্টার। আজকেও ৮৪টি হলের বিকালের সব শো হাউজফুল।’’

 

শাকিব-ইধিকা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, কাজী হায়াৎ, লুৎফুর রহমান জর্জ, এলিনা শাম্মী, ডন, লুৎফুর রহমান খান সীমান্ত, সহিদ-উন-নবী প্রমুখ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে পাঁচটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো— ‘প্রিয়তমা, ‘সুড়ঙ্গ, ‘ক্যাসিনো, ‘প্রহেলিকা ও ‘লাল শাড়ি’। প্রায় ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এসব সিনেমা।