এত দিন টেলিভিশন নাটকের দর্শকদের সবাই অভিনয় দেখেছেন সিয়ামের। ছোট পর্দার এই প্রজন্মের আলোচিত এই অভিনয়শিল্পীকে এবারই প্রথম বড় পর্দায় দেখা যাবে। দর্শকের সঙ্গে দেখা হওয়ার আগেই চলচ্চিত্র সেন্সর বোর্ড সদস্যদের সামনে একরকম অভিনয় পরীক্ষায় অবতীর্ণ হন সিয়াম। এখানে ভালো ভাবেই পাস করেছেন দেশের চলচ্চিত্রের নবাগত এই নায়ক। আলাপে এমনটাই জানালেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।
আজ বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘পোড়ামন ২’ ছবিটি দেখেছেন। উপস্থিত সদস্যদের সবাই নাকি দেশের চলচ্চিত্রের নবাগত এই অভিনয়শিল্পীর অভিনয়ে মুগ্ধ।
ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমি ৩০ বছর ধরে ছবি দেখছি। ছবি দেখে দেশ-বিদেশের অনেক অভিনয়শিল্পীর সঙ্গে তাঁদের অভিনয়ের মাধ্যমে পরিচিত হয়েছি। আমার অভিজ্ঞতায় বলতে পারি, নবাগত হিসেবে সিয়াম অনেক ভালো করেছে। বাংলাদেশের চলচ্চিত্রে তাঁর যথেষ্ট সম্ভাবনা আছে। তাঁকে শুধু একটু হিসাব-নিকাশ করে পা ফেলতে হবে।’
চলচ্চিত্র সেন্সর বোর্ডে সাত সদস্য মিলে ‘পোড়ামন ২’ ছবিটি দেখেছেন। তাঁর মধ্যে কেউ নাকি সিয়ামের উচ্চতা নিয়ে কথা বলেছেন। নওশাদ আরও বলেন, ‘উচ্চতা নিয়ে যাঁরাই কথা বলেছেন, তাঁদের আমি পাশের দেশের আমির খানের উদাহরণ দিয়েছি। আমি বলেছি, অভিনয় যদি ভালো হয়, উচ্চতা কোনো ম্যাটার করে না। আমি সিয়ামের অভিনয় মুগ্ধ হয়েছি।’
‘পোড়ামন ২’ ছবিতে সিয়ামের নায়িকা পূজা চেরী। তাঁর সম্পর্কে নওশাদ বলেন, ‘এর আগে ওর ছবি মুক্তি পেয়েছে। “নূরজাহান” ছবিটি সেন্সর বোর্ডে দেখেছি। ওর মধ্যে দারুণ সম্ভাবনা আছে।’
প্রথম চলচ্চিত্র বিনা কর্তনে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ায় ভীষণ খুশি চলচ্চিত্রের নবাগত নায়ক সিয়াম। চলচ্চিত্র সেন্সর বোর্ডের কর্মকর্তাদের প্রশংসার কথা মনে করিয়ে দিতেই নিজেকে কিছুটা গুটিয়ে নেন। বললেন, ‘আমি চেষ্টা করেছি অভিনয় করার। জানি না কতটা পেরেছি। দর্শকেরা আমার ছবি দেখে খুশি হলেই কষ্ট কিছুটা হলেও সার্থক হবে। আর চলচ্চিত্র সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা ছবিটি দেখে তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন, এতে আমি কিছুটা লজ্জিত, তবে অনেক বেশি সম্মানিত। আমি ভালো কাজ করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে চাই। সবাই আমার পাশে থাকবেন, এটাই শুধু চাই।’
এবার ঈদে বড় পর্দার সবচেয়ে প্রতীক্ষিত ও আলোচিত ছবি হিসেবে ‘পোড়ামন ২’-এর নাম শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নধর্মী প্রচারণা দিয়ে এরই মধ্যে সবার মুখে ছড়িয়ে পড়েছে ছবিটির নাম। আজ বুধবার তো ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। ‘পোড়ামন ২’ ছবিটি এই ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
‘পোড়ামন ২’ ছবির শুটিং শুরুর সময় থেকে আলোচনায় ছিল। বিশেষ করে ছবির পোস্টার, টিজার, ট্রেলার এবং গান প্রকাশের পর ছবিটি নিয়ে আলোচনা আরও বেড়েছে। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ‘পোড়ামন ২’। এবার বাংলা নববর্ষে ‘পোড়ামন ২’ ছবি মুক্তি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। ‘পোড়ামন ২’ ছবিতে সিয়ামের চরিত্রের নাম সুজন শাহ। সিয়াম ও পূজা ছাড়া এই ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা প্রমুখ।