সোহেল আহমেদঃ মহান মুক্তিযুদ্ধের চেতানাকে ধারন করে সাহসী সাংবাদিকতায় বরিশাল রিপোটার্স ইউনিটির সুনাম রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান বলেছেন,এই সংগঠনটি অনেকটাই তারুন্য নির্ভর। সংগঠনের প্রত্যেক সাংবাদিকরা মাঠে কাজ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সহায়ক ভূমিকা পালন করছে। তাই সাংবাদিকতার নামে কেউ যেনো মানুষকে হয়রানি না করে সেদিকে দৃস্টি দেয়ার অনুরোধ জানান জেলা প্রশাসক।
আজ সোমবার সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদজাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাংবাদিকদের এ অনুরোধ জানান। ইউনিটির নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ছাড়াও জেলা ম্যাজিস্ট্রেট রবিন শীষ, ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
অনুস্টানে বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস বলেন, আমরা নিরোপেক্ষ সাংবাদিকতার জন্য আপ্রান চেস্টা করছি। আমাদের সংগঠন মুক্তিযুদ্ধকে বিরোধিতাকারীদের সমর্থন করেনা। বরিশালে আমাদের মফস্বলের সাংবাদিকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তারা বিনা পারিশ্রমিকে মানবসেবায় নিয়োজিত থেকে সরকারকে সহোযোগীতা করছে। তাই এই মফস্বল সাংবাদিকদের জন্য পেনশন চালু করার জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষকে উদ্যোগ নেয়ার দাবী করেন নজরুল বিশ্বাস।
এসময় বাপ্পী মজুমদার, সম্পাদক বাপ্পি মজুমদার, সাবেক সভাপতি আনিসুর রহমান খান সপন, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি আলী খান জসিম, সিনিয়র সাংবাদিক শামীম আহমেদ, গাজী শাহরিয়ার, কামরুল আহসান, আরিফ সুমন, তালুকদার মাসুদ, কাজী জাহাঙ্গীর হোসেন চান্দু সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com