অমৃত রায়, জবি প্রতিনিধি:: কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পেছন থেকে মীম নামে এক কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিকাল ৫টা সময় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ১০ম ব্যাচের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অঞ্জন রাণা গোস্বামী বলেন, মীম হত্যার দায় এই বিদ্যমান ব্যবস্থার। ভাষার মাসে স্বাধীনতার এত বছর পরও আজ আমার বোন মীমের রক্তে শহীদ মিনার রঞ্জিত। এর দায় রাষ্ট্র কোনো ভাবেই এড়াতে পারে না।
সাবেক ছাত্রনেতা রুহুল আমীন বলেন, এই মৃত্যু মেনে নেওয়া যায় না। মীমের এই পরিণতি সমগ্র বাংলাদেশকেই লজ্জিত করে। আমরা এই ধারাবাহিক হত্যাকাণ্ডের বিচার চাই।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ইংরেজি ১০ম ব্যাচের শিক্ষার্থী কেএম মুত্তাকী সমাপনী বক্তব্যে বলেন, মীম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাষ্ট্রীয় নিরাপত্তা বেষ্টনীর ভেতরেও তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়, এমন ঘটনাও আমরা দেখেছি। এই ধরণের ঘটনাপ্রবাহ সমাজ এবং রাষ্ট্রে বিরাজমান বিচারহীনতা এবং সামাজিক-সাংস্কৃতিক অবক্ষয়ের কারণেই সংগঠিত হচ্ছে। এবং এই অবক্ষয়ের দায় শাসকশ্রেণীর।
দেশের সর্বস্তরে নারী-পুরুষ সকলের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, বিদ্যমান স্বৈরতান্ত্রিক ক্ষমতাকাঠামোকে আঘাত করতে হবে। আঘাতের মধ্য দিয়েই সমাজ পরিবর্তের লড়াইকে বেগবান করতে হবে।
উক্ত মানববন্ধনে নৃবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আসমানী আশার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে চারুকলা বিভাগের শিক্ষার্থী সাফিয়া নূরসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com