সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা বক্তব্যের দায়ে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ধর্মপ্রচারে ফিরেছেন মিয়ানমারের উগ্র বৌদ্ধ ভিক্ষু অশ্বিন বিরাথু। শনিবার ইয়াঙ্গুনের একটি বৌদ্ধ আশ্রমে বক্তব্য রাখেন তিনি।
উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী আন্দোলনের মুখপাত্রের পরিচিতি পাওয়া বিরাথুকে এক সময় ‘বৌদ্ধদের বিন লাদেন’ নামে ডাকা হতো। নিষেধাজ্ঞার মধ্যেও একাধিকবার তা অমান্য করেন তিনি। ফেসবুকের নিজের পেজেও মুসলিম-বিরোধী প্রচারণা চালিয়েছেন বিরাথু। এই বছরের জানুয়ারিতে তার পেজ বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
দেশটির সিনিয়র ভিক্ষুদের একটি কাউন্সিল তার ধর্মপ্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। বিরাথু-এর নিষেধাজ্ঞা শেষ হওয়ার দিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরেক উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী ভিক্ষু পারমাউক্কা। বৌদ্ধ ভিক্ষু অশ্বিন বিরাথু ও পারমাউক্কার বিরুদ্ধে ইসলামবিদ্বেষী বক্তব্য প্রচারের অভিযোগ রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com