মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ও ‘ভয়াবহ সহিংসতার’ নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে ভার্চুয়াল ভাষণে তিনি এ নিন্দা জানিয়েছেন।
এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, বাইডেন ‘বার্মায় সমরিক অভ্যুত্থান ও ভয়াবহ সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশটির সামরিক শাসককে দ্রুত সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে অন্যায্যভাবে যাদের আটক রাখা হয়েছে তাদের মুক্তি ও গণতন্ত্রের পথে বার্মাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।’
গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সেনাবিরোধী বিক্ষোভকারীদের নিপীড়নের প্রতিবাদে এবারের আসিয়ান সম্মেলনে দেশটির সামরিক শাসককে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। এর প্রতিবাদে সম্মেলন বয়কট করেছে মিয়ানমার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com