মিয়ানমারের পক্ষেই ভারত : মোদি

লেখক:
প্রকাশ: ৮ years ago

রাখাইন রাজ্যে সহিংসতা নিয়ে মিয়ানমারের উদ্বেগ আমলে নিয়েছে ভারত। এ সহিংসতায় মিয়ানমারের পক্ষেই অবস্থান দিল্লির। বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার রাজধানী নেইপিদোর প্রেসিডেন্ট প্রাসাদে অং সান সু চির সঙ্গে বৈঠকের পর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।দুই দিনের সরকারি সফরে মিয়ানমারে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।
এসময় মিয়ানমারের ডি ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী সু চি মিয়ানমারের সন্ত্রাসবিরোধী পদক্ষেপে সমর্থন দেয়ায় ভারতকে ধন্যবাদ জানান।
মোদি বলেন, আমরা চাই মিয়ানমারের ঐক্য ও সার্বভৌমত্বের জন্য সব পক্ষ একসঙ্গে কাজ করবে।
ভারতীয় প্রধানমন্ত্রী এমন সময় মিয়ানমার সফর করছেন, যখন রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতা চলছে।
তিনি মিয়ানমারের উন্নয়নে হাত বাড়ানোর আশ্বাস দিয়ে বলেন, মিয়ানমার যেসব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, তা মোকাবিলায় ভারত পাশে থাকবে।
ভারতের প্রধানমন্ত্রী মিয়ানমারের নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্রমণ ভিসা সুবিধা দেয়ার ঘোষণা দেন।
বিনামূল্যের এই ভিসা কূটনীতিক, কর্মকর্তা ও জাতিসংঘের কর্মকর্তা যারা ভারত সরকারের আমন্ত্রণে সেদেশে সফরে যান তাদেরকে দেয়া হয়।
গেলো ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযানের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে মিয়ানমার সরকার। এর মাঝেই মিয়ানমার সফরে গিয়ে দেশটির পাশে থাকার ঘোষণা এলো মোদির কাছে থেকে।