মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট

:
: ৬ years ago

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইউ উইন মিন্ট। বুধবারের এ নির্বাচনে দেশটির পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ ভোট পড়ে। নির্বাচনে কাস্ট হওয়া ৬৩৬ ভোটের মধ্যে ইউ পেয়েছেন ৪০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউ মিন্ট সুই পেয়েছেন ২০০ ভোট।

এর আগে গত ২১ মার্চ দেশটির প্রেসিডেন্ট থিন কিয়াও পদত্যাগ করেন। দুই বছর আগে প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া কিয়াও দেশটির নেত্রী অং সান সু চি’র ‘ডান হাত’ হিসেবে পরিচিত ছিলেন।

আর নতুন প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট ২০১২ সাল থেকে মিয়ানমার পার্লামেন্টের নিম্নকক্ষে স্পিকারের দায়িত্ব পালন করছিলেন। তিনি দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র ঘনিষ্ঠজন।

দীর্ঘ সামরিক শাসনের পর ২০১৫ সালের নভেম্বরের নির্বাচনে বিজয়ী হয় সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। ২০১৬ সালের মার্চ মাসে থিন কিয়াও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। দেশটির সংবিধানে বিধিনিষেধ থাকায় নিজে প্রেসিডেন্ট হতে পারেননি এনএলডি নেত্রী সু চি।