মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা “এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবেনা” এই প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে স্থানীয় ৪০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়।
আজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯িথত থেকে বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আরাফাত হোসেন, শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দিন ওয়ালিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ সানাউল মোরশেদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বাস্তবে রুপদানের লক্ষ্যে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে এই সবজির বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার এক ইঞ্চি জমিও যেন অনাবাদী হয়ে না থাকে সেই লক্ষ্যে উপজেলা পরিষদ ও প্রশাসন কাজ করে যাবে।
এতে করে নিজেদের পারিবারিক চাহিদা মিটিয়ে তা বাজারজাত করে উপার্জনও করতে পারবেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার মোঃ আরাফাত হোসেন জানান, প্রত্যেক কৃষককে ১ প্যাকেট করে করলা, লালশাক, লাউ, মিষ্টি কুমড়া ও ঢেঁড়স এর বীজ দেওয়া হয়। তবে করোনার সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে এগুলো বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com