জাতীয় লিগের শেষ রাউন্ডের খেলায় প্রথম টায়ারের ম্যাচে মেহেদি হাসান মিরাজের ঘুর্ণিতে বিধ্বস্ত হয়েছে ঢাকা বিভাগ। প্রথম শ্রেণীর ক্রিকেটে মেরাজের ক্যারিয়ার সেরা সাত উইকেট প্রাপ্তিতে ঢাকাকে ১১৩ রানে গুটিয়ে দিয়েছে খুলনা বিভাগ। আর দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান করেছে খুলনা।
বিকেএসপিতে বুধবার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৪ রানে ৭ উইকেট নিয়েছেন মিরাজ। প্রথম শ্রেণিতে তার আগের সেরা ছিল ৫০ রানে ৬ উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে ঢাকা প্রথম থেকেই বিপাকে পড়ে। মোস্তাফিজুর রহমান ঢাকার ওপেনার রনি তালুকদার ও তিনে নামা মোহাম্মদ জাহিদুজ্জামানকে তুলে নেন। দলীয় ২৬ রানে আব্দুল মজিদকে ফেরন দলের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক।
রকিবুল হাসান ও শুভাগত হোম চতুর্থ উইকেট জুটিতে ৩৫ রান করেন। তবে এরপরই মিরাজ তান্ডব শুরু হয়। টানা সাত উইকেট নিয়ে লন্ডভন্ড করে দেন ঢাকার ইনিংস।
অপরদিকে দিনের শেষে ব্যাটিংয়ে নেমে কোনো বিপদ হতে দেননি খুলনা ওপেনার এনামুল হক (১২) ও সৌম্য সরকার (১১)। আলোকস্বল্পতায় খেলা শেষ হলে অপরাজিত থেমেই মাঠ ছাড়েন তারা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com