মিয়ানমারে সেনা ও নিরাপত্তা বাহিনীর বর্বর নির্যাতনের স্বীকার রোহিঙ্গাদের দুর্দশা প্রসঙ্গে বলিউড সুপারস্টার আমির খান বলেছেন, মিয়ানমারে যা ঘটছে তাতে বুক ভেঙে গেছে। বিশ্বের যেকোন জায়গায় মানুষ যখন নির্যাতনের শিকার হন, যেকোন জায়গায় এই ধরনের ট্র্যাজিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন মানুষকে যেতে হয়, তা দেখে হৃদয় মুচড়ে ওঠে।
তুর্কি সরকারের বিশেষ আমন্ত্রণে ইস্তাম্বুল এবং আঙ্কারা সফরকালে এক সংবাদ সম্মেলনে আমির খান এ কথা বলেন। এই সফরে তিনি তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আমির আরও বলেন, আমি আশা করবো এবং প্রার্থনা করবো মানুষ হিসেবে আমরা যেন এর অবসান দেখতে পাই। তুর্কী সংস্কৃতি মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, এই সফরে সরকারি কর্মকর্তা ছাড়াও আমির খান সে দেশের চলচ্চিত্র অভিনেতা, পরিচালক-প্রযোজক এবং চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা করবেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com