মিন্টু বসু বেঁচে থাকবে বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে মানুষের ভালোবাসা মাধ্যে দ্বিতীয় মৃত্যুবার্ষকীর স্মরণসভায় বললেন জেলা প্রশাসক বরিশাল। গতকাল ৩ অক্টোবর রাত ৭ টার, বরিশাল নগরীর রায় রোডের খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে, খেয়ালী গ্রুপ থিয়েটারের আয়োজনে। নাট্যজন, লেখক-সাংবাদিক, মুক্তিযোদ্ধা, খেয়ালী গ্রুপ থিয়েটারের প্রাণপুরুষ মিন্টু বসুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও তার নাটকসমগ্রের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি খেয়ালী গ্রুপ থিয়েটার বরিশাল, সৈয়দ গোলাম মাসউদ বাবলু। বিশেষ অতিথি ছিলেন ভাষাসৈনিক ইউসুফ হোসেন কালু, সাংবাদিক ও সংস্কৃতিজন এস এম ইকবাল, প্রবীণ আইনজীবী, এডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, নাট্যজন সৈয়দ দুলাল, খেয়ালী গ্রুপ থিয়েটারের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, মিন্টু বসুর সহধর্মিনী কল্পনা বসুসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, সুধীজন, শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মিন্টু বসুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে মিন্টু বসুর কর্মময় গৌরবময় জীবনী নিয়ে আলোচনা করেন অতিথিরা। পরিশেষে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দরা তার নাটকসমগ্রের বইয়ের মোড়ক উন্মোচন করেন।