রাজধানীর মিটফোর্ডের জননী ও মেট্রো/রহিম মেডিসিন মার্কেটে যৌথভাবে অভিযান চালিয়ে আট কোটি টাকা মূল্যের নকল, ফিজিসিয়ান স্যাম্পল, বিক্রয় নিষিদ্ধ ও অবৈধ ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদফতর ও র্যাব-১০।
গতকাল (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে আজ (বুধবার) দুপুর পর্যন্ত এ অভিযান চলে। র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম এসব ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি এসব অবৈধ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ, ড্রাগ লাইসেন্স ছাড়া ও কোয়ালিফাইড ফার্মাসিস্টের অনুপস্থিতিতে ওষুধের ব্যবসা করার অপরাধে ৩৪টি ওষুধের দোকানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ৫৮ লাখ অর্থদণ্ডসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে বিপুল সংখ্যক র্যাব সদস্য অংশগ্রহণ করেন। ওষুধ প্রশাসন অধিদফতরের ওষুধ তত্ত্বাবধায়ক এ টি এম গোলাম কিবরিয়া, ওষুধ তত্ত্বাবধায়ক সাখাওয়াত হোসেন রাজু আকন্দ ও ওষুধ পরিদর্শক রোমেল মল্লিক উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ওষুধ তত্ত্বাবধায়ক এ টি এম গোলাম কিবরিয়া খান বলেন, অভিযান বিপুল পরিমাণে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল, স্বনামধন্য দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নকল ওষুধসহ বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন বিদেশি ওষুধ জব্দ করা হয়।
র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, জব্দকৃত ওষুধ রাতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com