মা-বাবার কাছে ফিরছেন আমজাদ হোসেন

:
: ৬ years ago

চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ এখন তার জন্মস্থান জামালপুরের পথে। মা-বাবার কাছে ফিরছেন তিনি। আগামীকাল রোববার সকাল ১০টায় বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে এই নির্মাতা, লেখক, গীতিকার ও অভিনেতাকে।

ঢাকা থেকে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় আমজাদ হোসেনকে জামালপুরের উদ্দেশে রওনা হন তার প্রিয়জনরা।

গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা ২টা ৫৭ মিনিটে মারা যান আমজাদ হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশে আনা হয় তার মরদেহ।

আজ (শনিবার) সকাল ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় আমজাদ হোসেনের মরদেহ। সেখানে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন বরেণ্য এই নির্মাতা মরদেহে। এরপর নেয়া হয় বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায়। সেখানে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে আমজাদ হোসেনের মরদেহ নেয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে।

সেখানে তাকে শ্রদ্ধা জানান চলচ্চিত্রাঙ্গন ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের মানুষ। এফডিসিতে জানাজা অনুষ্ঠিত হয়।এরপর মরদেহ নেয়া হয় বেসরকারি টিভি চ্যানেল আই প্রাঙ্গণে। এখানেও জানাজা হয়। এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে এই চলচ্চিত্রকারের জন্মস্থান জামালপুরে। সেখানে আগামীকাল (রোববার) সকাল ১০টায় শেষ জানাজার পর বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হবেন আমজাদ হোসেন।