‘মায়ের জন্য হ্যান্ডসাম পাত্র খুঁজছি’, মেয়ের পোস্ট ভাইরাল

লেখক:
প্রকাশ: ৫ years ago

মায়ের জন্যে মেয়ের পাত্র খোঁজার একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। কলকাতার বাসিন্দা এই মা-মেয়ে। মা একা, তা নিয়েই মেয়ের দুশ্চিন্তা। তাই নিজের উদ্যোগেই মায়ের বিয়ের তোড়জোড় শুরু করেছেন তিনি।

আইনের ছাত্রী আস্থা বার্মা। টুইটারে মায়ের জন্য পাত্রী খুঁজছেন। তিনি পোস্টে লিখেছেন, মায়ের জন্য ৫০ বছর বয়সী ‘হ্যান্ডসাম’ পাত্র খুঁজছি! নিরামিষাশী, মদ্যপান করেন না ও সুপ্রতিষ্ঠিত।

মায়ের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেন আস্থা।

আস্থার এমন উদ্যোগ মন কেড়েছে নেটিজেনদের। অনেক কথাই বলছেন তারা। যেখানেই মায়েরাই সাধারণত মেয়ের জন্য পাত্রী খোঁজেন, সেখানে উল্টো মেয়ে মায়ের জন্য পাত্র খুঁজছেন। এটা সত্যিই বিরল ঘটনা। এককথায় ‘ইউনিক’! গৎবাঁধা স্টেরিওটাইপ ভেঙে মায়ের জন্য মেয়ের সঙ্গী খুঁজতে কয় জনই পারেন?

আস্থার পোস্টে কমেন্টের বন্যা বয়েছে, বাহবা জানিয়েছে সোশ্যাল দুনিয়া। কেউ কেউ বা পাত্রের খোঁজও দিয়েছেন।

সূত্র: নিউজ ১৮