মায়ের ছড়া

লেখক:
প্রকাশ: ৫ years ago

মায়ের ছড়া

কাব্য চাষাঃ রুবেল মাহমুদ।।

—————–

চাঁদ মামাকে ডেকে ডেকে

বলতো আমার মা,

চাঁদের কপালে চাঁদ

টিপ দিয়ে যা।।

 

ঘুম পাড়ানী মাসি পিসি

ঢাকতো আমার মা,

খোকার চোখে ঘুম নাই

ঘুম দিয়ে যা।।

 

ঐ দেখা যায় তাল গাছ

ঐ আমাদের গাঁ,

কত মধুর গল্প ছড়া

শুনিয়েছে মা।।

 

এখন আমি অনেক বড়

থাকি অনেক দূরে,

প্রান-প্রিয় মাগো তোমায়

খুউব-যে মনে পড়ে।।

—————-