মাহমুদউল্লাহর ১০ রানের আক্ষেপ

:
: ৬ years ago

ভারতের দেয়া ১৭৭ রানের জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস থামে ১৫৯ রানে। তবে এ সবকিছুর মাঝেও টাইগার অধিনায়ক আক্ষেপ শেষ দিকের বোলিং নিয়ে। আর ১০ টা রান কম হলে হয়তো হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘বোলিংয়ে আমাদের শুরুটা ভালোই হয়েছিল। প্রথম ৮-১০ ওভার ওদের চাপে রেখেছিলাম। কিন্তু শেষ ৫ ওভারে ভারত ৫৯ রান সংগ্রহ করেছে। বোলাররা সঠিক পরিকল্পনায় বল করতে পারলে ১০ রান আটকাতে পারতাম। আর এটাই বড় পার্থক্য গড়ে দিয়েছে। আমাদের পরিকল্পনা ছিল ইয়র্কার দিব কিন্তু বোলাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।’

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রান তাড়া করে জয়ের ম্যাচে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার তামিম-লিটন। মাঝে জ্বলে ওঠেন মুশফিক। তবে বুধবার কেবল মুশফিকের ব্যাটেই দেখা গেছে ধারাবাহিকতা। মাহমুদউল্লাহ মনে করেন টপঅর্ডারে আরেকজন জ্বলে উঠলে এদিন ১৭৭ রান তাড়া করা সম্ভব হত।

রিয়াদ জানান ‘লক্ষ্য চেজ করার মতোই ছিল, আমাদের একটা উড়ন্ত সূচনা প্রয়োজন ছিল। কিন্তু আমরা শুরুতেই কিছু উইকেট হারিয়ে ফেলি। মুশি ছাড়া আর কেউ ভাল করতে পারেনি। তামিম যদিও দ্রুত রান নিয়ে শুরু করেছিল, কিন্তু আরেকজন যদি দ্রুত একটা ২৫-৩০ রানের ইনিংস খেলতে পারত, তাহলে অন্যরকম হত।’