সময়
মাহফুজা রিনা
আমি যদি কভু হারিয়ে যাই,
হাসি মুখে প্রিয় আমায় করিও বিদায়।
আমাকে না হয় কভু করিও স্মরণ,
আমার কর্মগুলো হাসি মুখে করিও বরণ।
রিক্ত কভু হবে নাকো হাত,
শূন্যরে পূর্ণ করে সদা খুলবে বরাত।
পার যদি জেগে থাকো শেষ প্রহরের রাত,
রবে শিয়রে অপেক্ষমাণ আলোর প্রভাত।
আমি থাকবো না, আমি ভাসবো বাতাসে,
জ্বালাবো না আলো, মায়াজাল হব আকাশে।
দিনের সূর্য রাতের আকাসে মিশে যায়,
তবু প্রনয়কে, সময়কে কে চিনে নেয়?
নশ্বর পৃথিবী, ক্ষনস্থায়ী সবকিছু,
মোহ মায়া সদা ধেয়ে চলেছে পিছু পিছু।
শান্ত চিত্তে উদ্বেলিত হয়ে অনুভব করে গেছি,
প্রশান্তিই সব তাই সয়েছি, নিরবে থেমেছি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com