মাস্ক না পরায় থাই প্রধানমন্ত্রীকে জরিমানা

:
: ৩ years ago

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মাস্ক পরিধান না করে নিয়ম লঙ্ঘন করায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ূথ চ্যান-ওচাকে ছয় হাজার বাথ (বাংলাদেশি টাকায় ১৬ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ এপিল) রাজধানী ব্যাংককের গভর্নর আশ্বিন কাওয়ানমুয়াং এ তথ্য জানান। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

আশ্বিন কাওয়ানমুয়াং তার অফিসিয়াল ফেসবুক পেজে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম এটি আমাদের স্বাস্থ্যবিধির নিয়ম লঙ্ঘন।’

সম্প্রতি থাই প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, তিনি মাস্ক ছাড়া উপদেষ্টা কাউন্সিলের একটি বৈঠকে উপস্থিত রয়েছেন। এটি ফেসবুকে ছড়িয়ে পরার পর তাকে জরিমানা করা হয়। পরে অবশ্য ছবিটি মুছে ফেলা হয়।

প্রধানমন্ত্রী বিধিনিষেধ নিয়ে সিটি হল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে বহিরাগত কেউ আসলে তাকে অবশ্যই মাস্ক পরতে হবে সেটা স্পষ্ট করে বলা আছে। তিনি তা না মানায় তাকে এই জরিমানা করা হয়েছে বলে জানান আশ্বিন। সেই সঙ্গে মাস্ক পরার ব্যাপারে আরও কঠোর হওয়ার উদাহরণ হিসেবে এই জরিমানাকে দেখতে বলেছেন তিনি।