মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচন করা নিয়ে গতকাল থেকে তুমুল আলোচনা। এ নিয়ে আজ কথা বলতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও।
আজ বিকেলে গণভবনে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে মাশরাফি-সাকিবের নির্বাচনের প্রসঙ্গটি উঠে আসে। প্রধানমন্ত্রীকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, তারকারা রাজনীতিতে এলে তৃণমূলের রাজনীতিবিদদের নির্বাচনে আসাটা বাধাগ্রস্ত হবে কি না। প্রধানমন্ত্রী সাংবাদিকের সেই শঙ্কা উড়িয়েই দেন, ‘পৃথিবীর সব দেশেই তারকারা মনোনয়ন পেয়ে থাকেন। এটা নতুন কিছু নয়। এখন কারও যদি আকাঙ্ক্ষা থাকে নিশ্চয়ই...তাঁরা আমাদের দেশের জন্য সম্মান বয়ে এনেছেন, খেলাটাকে ভালো অবস্থানে নিয়ে এসেছেন। পৃথিবীর সব দেশেই এটা দেখা যায়। তার মানে এই নয় যে তৃণমূলের নেতারা মনোনয়ন পান না। আমরা সবাই তৃণমূল থেকে এসেছি। স্কুলজীবন থেকে রাজনীতি করে উঠে এসেছি। আমরা সেলিব্রেটি হয়ে আসিনি। কাজেই আমরা তো আছিই।’
প্রসঙ্গত, কাল দুপুরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে মাশরাফির নির্বাচন করার সম্ভাবনা আছে। উনি যদি নির্বাচন করেন, তাহলে তাঁকে ভোট দেবেন। একই কথা বলেন সাকিব প্রসঙ্গেও। পরিকল্পনামন্ত্রীর এই বক্তেব্যের পর আলোচনার ঝড় চারদিকে। অনেক দিন ধরে যে জল্পনা-কল্পনা হচ্ছিল, পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের পর পুরো ব্যাপারটিই আরও বড় আকার ধারণ করে। এ নিয়ে বরাবরের মতো দুই তারকা ক্রিকেটার অবশ্য এবারও মুখ খোলেননি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com