মেয়ের চোখের চিকিৎসার জন্য আজ রাতেই থাইল্যান্ড যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। সোমবার দিবাগত রাত দুইটায় ফ্লাইট। মূলতঃ চিকিৎসার জন্যই তার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়া। সুতরাং, সেখানে আজ গিয়ে তো কাল ফেরার প্রশ্নই আসে না।
এদিকে ৩৬ ঘণ্টা পরই সামনে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার সঙ্গে হোম সিরিজের প্রাথমিক প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা। খুব স্বাভাবিকভাবেই মাশরাফির পক্ষে অনুশীলন ক্যাম্পের প্রথম থেকে অনুশীলনে যোগদান করাও সম্ভব না।
আজ দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক জানান, ‘যেহেতু আজ রাতেই যাচ্ছি, সে কারণে অনুশীলন ক্যাম্পের শুরু থেকে যোগ দেয়া সম্ভব নয়। আশা করছি আগামী ২ জানুয়ারি আমি প্র্যাকটিসে যোগ দিব।’
দিনক্ষণের হিসেবে শুরু থেকে পাঁচ-ছয়দিন পর প্র্যাকটিসে দেখা মিলবে ওয়ানডে অধিনায়কের।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com