নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। যদিও পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে তার অবস্থা তেমন সিরিয়াস নয়।
জানা গেছে, সন্ধ্যায় নড়াইলে নিজের বাড়িতে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। অসুস্থ হওয়ায় পরিবারের লোকজন দ্রুত চিকিৎসকদের খবর দেন। উন্নত চিকিৎসার জন্য যশোরে নেয়ায় হয়। সেখান থেকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয় তাকে।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও ) ডা. মশিয়ার রহমান বাবু বলেন, মাশরাফির বাবা বুকের ডান পাশের নিচের দিকে ব্যথা অনুভব করছেন। নড়াইল সদর হাসপাতালের কয়েকজন ডাক্তার বাড়িতে গিয়ে গোলাম মোর্তজা স্বপনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি শঙ্কামুক্ত আছেন। তারপরও বিষয়টি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে যশোরের সিএমএইচ এ পাঠানো হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com