একাদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনের প্রার্থী, সমর্থক ও স্বজনদের ব্যস্ততা ততই বাড়ছে। রোববার সকালে ঘুম থেকে উঠেই ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি কয়েক জনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। বাড়ি বাড়ি গিয়ে সুমনা উঠান বৈঠক করেন এবং স্বামীর জন্য নৌকা প্রতীকে ভোট চান।
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও আওয়ামী লীগের নড়াইল-২ আসনের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা শনিবার সপরিবার নড়াইলে আসেন। রোববার মাশরাফি সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে জনসভা করে এলাকার মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট চান। অন্যদিকে মাশরাফির স্ত্রী সুমনা সদর উপজেলার বাসগ্রাম, চণ্ডিবরপুর ইউনিয়ন, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ১৭টি গ্রামে গণসংযোগ করে স্বামীর জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে সুমনা হকের সঙ্গে ছিলেন তাঁর বড় বোন জেলা যুব মহিলা লীগের সদস্য সঞ্চিতা হক, চাচা খায়রুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সঞ্জিবা হক রিপা, জেলা আওয়ামী লীগের সদস্য খসরুল আলম, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।