 
                                            
                                                                                            
                                        
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজাকে মেন্টর হিসেবে চান তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতের সময় এ কথা জানিয়েছেন তামিম। প্রধানমন্ত্রীও তাতে সায় দিয়েছেন।
রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি। শুক্রবার রাতে তিনি মুঠোফোনে বলেন, ‘তামিম প্রধানমন্ত্রীকে বলেছে, আমাকে মেন্টর হিসেবে বিশ্বকাপে চায়। বিশ্বকাপের সময় ছুটি দিতে। প্রধানমন্ত্রীও বলেছেন, অবশ্যই যাবে। প্রস্তুত থাকতে বললেন। এতটুকুই।’
গতকাল তামিম অবসরের ঘোষণা দেওয়ার পর আজ দুপুরে তাকে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে যান মাশরাফি। সেখানে প্রধানমন্ত্রী তামিমকে অবসর প্রত্যাহারের নির্দেশ দেন। তামিম প্রধানমন্ত্রীর কথায় সায় দিয়ে অবসর প্রত্যাহার করেন। ওই বৈঠকে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তামিম মেন্টর হিসেবে চাইলেও মাশরাফি এখনো সিদ্ধান্ত নেননি। তিনি জানিয়েছেন এটা নির্ভর করছে দলের চাহিদার ওপর। মাশরাফি বলেন, ‘এই প্রস্তাব তামিম অনেক আগে আমাকে দিয়ে রেখেছিল। সেটা ঠিক কবে, বলতে পারছি না। তবে, আমাকে ও আগেও বলেছে, বিশ্বকাপে মেন্টর হিসেবে চায়। আসলে এই মুহূর্তে দলে একজন মেন্টর দরকার আছে কি না, সেটা আগে জানা জরুরি। বাকিটা সময় হলে হয়ে যাবে। এখানে সিদ্ধান্ত নিতে হবে দলের চাহিদা অনুযায়ী।’