মাশরাফিকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে লঙ্কান ওপেনার ধানুশকা গুনাতিলাকাকেও সতর্ক করা হয়েছে।

তাদের উভয়ের বিরুদ্ধে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মাশরাফিকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।এছাড়া একই সঙ্গে ধানুশকা ও মাশরাফির নামের পাশে ১টি ডি মেরিট পয়েন্ট যোগ হয়েছে।

ম্যাচ শেষে ম্যাচ রেফারি ডেভিড বোনের কাছে দুই ক্রিকেটারই নিজেদের দোষ শিকার করে নেওয়ায় আর কোনও শুনানির প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, ফাইনাল ম্যাচের লঙ্কান ইনিংসের ষষ্ঠ ওভারে কুসাল মেন্ডিসকে আউট করেন মাশরাফি। তাকে আউট করে উদযাপনটা বেশ কড়াভাবেই করেন মাশরাফি। আর বাংলাদেশ ইনিংসে তামিম আউট হওয়ার পর ধানুশকা তাকে প্যাভিলিয়নের পথ দেখান। ফলে তাকেও শাস্তি দেওয়া হয়।